পাবনার ভাঙ্গুড়ায় বিদ্যালয়ে বহিরাগত যুবকরা ঢুকে শিক্ষক ও শিক্ষার্থীদের মারধর করার ঘটনায় বিদ্যালয়ের পাঠদান স্থগিত করেছে কর্তৃপক্ষ। উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ভেড়ামারা উদয়ন একাডেমিতে বুধবার (১৯ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনার পর থেকে বিদ্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দু’দিন আগে বিদ্যালয়ের দশম শ্রেণীর এক শিক্ষার্থীর সঙ্গে নবম শ্রেণীর এক শিক্ষার্থীর বাগবিতণ্ডা হয়। এ ঘটনায় বুধবার সাড়ে এগারোটার দিকে নবম শ্রেণীর শিক্ষার্থীর পক্ষ নিয়ে ভেড়ামারা গ্রামের পারভেজ, গোলাম ফারুক, আকাশ, রনি, মাইনুল ও বাবুসহ ১৫-২০ জন যুবক দশম শ্রেণীর শিক্ষার্থী সজীবকে স্কুলের সামনে মারধর শুরু করে। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা ওই শিক্ষার্থীকে রক্ষা করতে গেলে বহিরাগত যুবকরা শিক্ষকদের ওপর হামলা চালায়। এতে দুইজন শিক্ষক আহত হয়। পরে বিদ্যালয়ের শি¶ক-শিক্ষার্থীদের সাথে বহিরাগত যুবকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
হামলার নেতৃত্ব দেওয়া গোলাম ফারুক স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলামের ছেলে ও রনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি টুকু আহমেদের ভাতিজা।
এবিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাশিদুল ইসলাম বলেন, ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
#CBALO / আপন ইসলাম