ভীষণ ইচ্ছে করে যেতে,
দুঃখ নদীর তীরে।
শিশির ভেজা ঘাস মারিয়ে,
সাজানো ঐ সুখ সাগরের নীরে।
যেতে ভীষণ ইচ্ছে করে,
তোমার মনের দেশে।
চোখ ভেজা জল হয়ে,
বৃষ্টির ছদ্মবেশে।
ইচ্ছে করে যেতে,
দমকা হাওয়ার কাছে!
সেখানে যে আমার কিছু,
কষ্ট রাখা আছে।
যেতে খুব ইচ্ছে করে,
একপশলা বৃষ্টির দিনে।
ভিজবো ইচ্ছা মতো,
মনে প্রাণে।
ইচ্ছে করে যেতে,
তোমারই নামে।
উদাস মনে দেখবে,
নাম লেখা আছে নীল ঐ খামে।।