পাবনা জেলার ফরিদপুরে অবস্থিত বাংলাদেশ প্রগতি সংস্থা (বিপিএস)’র শাখা কার্যালয়ে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর সকাল থেকে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য সচেতনতা প্রকল্পের আয়োজনে ও বাংলাদেশ প্রগতি সংস্থা (বিপিএস)’র বাস্তবায়নে দলে অন্তর্ভূক্ত দুঃস্থ,অসহায় ও হতদরিদ্র পরিবারের রোগীদের বিনামূল্যে এই ক্যাম্পে রোগী দেখা হয়। রোগী দেখেন এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য),সহকারী সার্জন স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী, ঢাকা ও সংযুক্তি তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. ওমর ফারুক শিমুল। ক্যাম্পে বাংলাদেশ প্রগতি সংস্থা (বিপিএস)’র শাখা কার্যালয়ের ভর্তিকৃত দুঃস্থ,অসহায়, পথ শিশু,কর্মজীবি শিশু ও হতদরিদ্র পরিবারের ৭৫ জন রোগী দেখা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রগতি সংস্থা (বিপিএস)’র প্রাথমিক স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য সচেতনতা প্রকল্পের প্রধান ও বিপিএস’র উপ-পরিচালক আশরাফুল আলম পলাশ, ফরিদপুর শাখা সমন্বয়কারী তসলিমা নাসরিন রোজি ,মনিটরিং অফিসার বাবলুর রহমানসহ সকল স্টাফরৃন্দ।

বুধবার , ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউস সানি, ১৪৪৭ হিজরি
ফরিদপুরে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২