শনিবার , ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঝালকাঠির নলছিটিতে কৃষকদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগ যুবলীগের হামলার অভিযোগ 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
ঝালকাঠির নলছিটিতে কৃষকদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগ যুবলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ও কৃষক দলের সূত্রে জানা যায়, ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভার ৯নং ওয়ার্ড কৃষক দলের কমিটি গঠন করার লক্ষে পৌর নেতৃবৃন্দ কান্ডপাশায় সন্ধায় উপস্থিত হইলে সরকার দলীয় ছাত্রলীগ ও যুবলীগ হামলা চালায়। হামলায় ৬ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মোঃ আনিচ সরদার ও সভাপতি আসলাম খান গুরুতর আহত হয়েছে। সন্ত্রাসীরা আনিচের পায়ে রামদা দিয়ে কুপিয়ে এবং রড ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে বাম হাত ভেঙে দিয়েছে এবং আসলাম খানসহ অন্যান্যদের শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করেছে। হামলায় আরও ৮/১০ জন আহত হয়েছে। আহতরা ঝালকাঠি ও বরিশালে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঝালকাঠি জেলা কৃষক দলের সভাপতি মোঃ তকদীর হোসেন ও সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবী জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।