পাবনার ভাঙ্গুড়ায় গলায় ফাঁস লাগিয়ে আলামিন হোসেন (৩৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। গতকাল রোববার গভীর রাতের কোনো এক সময় নিজের শয়ন ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন । সোমবার সকালে ভাঙ্গুড়া থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে পাঠিয়েছে ।
মৃত আলামিন পৌর শহরের এসআর পাড়ার বাসিন্দা ও মোঃ আব্বাস আলীর ছেলে । তিনি দুই সন্তানের জনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভাবে সংসারে আলামিন ও তাঁর স্ত্রী মধ্যে মনোমালিন্য চলছিল। গতকাল রাতে খাবার খেয়ে সবাই ঘুমাতে যান। তাঁর স্ত্রী মেয়েদের নিয়ে এক ঘরে এবং পাশের ঘরে আলামিন একা ঘুমাতে যান। হঠাৎ রাত আনুমানিক আড়াইটার দিকে আলামিনের ঘরে শব্দ শুনতে পেয়ে তার স্ত্রী আলামিনকে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখেন পরে তাকে নিচে মরদেহ নিচে নামায়। আজ সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
ঘটনার বিষয়ে ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. বরাত আলী বলেন, নিহত আলামিনের অভাবের সংসারে আগে মাঝে মধ্যেই কলহ লাগত।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। আজ সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।