সুজানগরে জেলা পরিষদ নির্বাচনে ৪ নং সাধারণ সদস্য আহম্মেদ ফররুখ কবীর বাবু ও সংরক্ষিত আসনে আনোয়ারা আহমেদ বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। সোমবার পাবনার সুজানগর উপজেলা পরিষদের হল রুমে সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। সাধারণ নির্বাচনে ১৪৬ জন ভোটারের মধ্যে ১৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১জন ভোটার জেলহাজতে থাকার কারণে তিনি ভোট দিতে পারেননি। নির্বাচনে বে-সরকারিভাবে সাধারণ সদস্য পদে আহমেদ ফররুখ কবির বাবু (টিউবওয়েল) ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধসঢ়;দ্বী রেজাউল করিম বাচ্চু মোল্লা (বৈদ্যুতিক পাখা ) পেয়েছেন ৬৩ ভোট। এছাড়া সংরক্ষিত (সুজানগর, সাঁথিয়া ও বেড়া উপজেলা) ওয়ার্ডে মহিলা সদস্য পদে আনোয়ারা আহমেদ (ফুটবল) ২৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধসঢ়;দ্বী শামসুন্নাহার মুক্তা (দেয়াল ঘড়ী) পেয়েছেন ১৪৭ ভোট। নির্বাচন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ আবুল কালাম আজাদ নির্বাচনী ওই ফলাফল ঘোষণা করেন। নির্বাচনের নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থায় র্যাব এবং পুলিশ ছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ নিয়োজিত ছিলেন। এছাড়া পাবনার জেলা প্রশাসক ও পুলিশ সুপার কেন্দ্র পরিদর্শন করেন।

শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
সুজানগরে জেলা পরিষদের সদস্য নির্বাচনে ফররুখ কবীর বাবু ও আনোয়ারা নির্বাচিত
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২