শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুজানগরে জেলা পরিষদের সদস্য নির্বাচনে ফররুখ কবীর বাবু ও আনোয়ারা নির্বাচিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

সুজানগরে জেলা পরিষদ নির্বাচনে ৪ নং সাধারণ সদস্য আহম্মেদ ফররুখ কবীর বাবু ও সংরক্ষিত আসনে আনোয়ারা আহমেদ বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। সোমবার পাবনার সুজানগর উপজেলা পরিষদের হল রুমে সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। সাধারণ নির্বাচনে ১৪৬ জন ভোটারের মধ্যে ১৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১জন ভোটার জেলহাজতে থাকার কারণে তিনি ভোট দিতে পারেননি। ‌ নির্বাচনে বে-সরকারিভাবে সাধারণ সদস্য পদে আহমেদ ফররুখ কবির বাবু (টিউবওয়েল) ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধসঢ়;দ্বী রেজাউল করিম বাচ্চু মোল্লা (বৈদ্যুতিক পাখা ‌) পেয়েছেন ৬৩ ভোট। এছাড়া সংরক্ষিত (সুজানগর, সাঁথিয়া ও বেড়া উপজেলা) ওয়ার্ডে মহিলা সদস্য পদে আনোয়ারা আহমেদ (ফুটবল) ২৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধসঢ়;দ্বী শামসুন্নাহার মুক্তা (দেয়াল ঘড়ী) পেয়েছেন ১৪৭ ভোট। নির্বাচন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ আবুল কালাম আজাদ নির্বাচনী ওই ফলাফল ঘোষণা করেন। নির্বাচনের নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থায় র‌্যাব এবং পুলিশ ছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ নিয়োজিত ছিলেন। এছাড়া পাবনার জেলা প্রশাসক ও পুলিশ সুপার কেন্দ্র পরিদর্শন করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।