জেলা পরিষদ নির্বাচন-২০২২ নাটোরের বাগাতিপাড়া উপজেলার ৫ নং ওয়ার্ডে সদস্য নির্বাচিত হয়েছেন রেজাউল করিম। সোমবার আয়োজিত এই ভোটে উপজেলার পেড়াবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুটি বুথে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শতভাগ ভোট গ্রহন হয়। মোট ৮১ জন ভোটারের মধ্যে ১ জন মৃত্যু বরণ করায় ৮০জন ভোট প্রদান করেন। সদস্য পদে ছয় জন প্রার্থীর মধ্যে রেজাউল করিম ২৮ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হন। নিকটতম প্রতিদন্দী বেলাল উদ্দিন আহমেদ ঘুড়ি প্রতিক নিয়ে ২১ ভোট, সেলিম রেজা টিউবওয়েল ১৬ ভোট, হাসানুর রহমান তালা ৭ ভোট, নাসির উদ্দিন বৈদ্যুতিক পাখা ৬ ভোট, এস.এম মশিউর রহমান অটোরিক্সা ২ ভোট পেয়েছেন। প্রিজাইডিং অফিসার শফিকুল ইসলাম ভোটের ফলাফল ঘোষনা করার পরে বিজয়ী প্রার্থী রেজাউল করিম উপজেলা প্রসক্লাব’র সামনে তার প্রতিক্রিয়া জানান, জনগণ আমাকে সহযোগিতা করলে আমি ৫ নং ওয়ার্ড এলাকায় মাদকের গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় এনে মাদক, দূর্ণীতি ও সন্ত্রাসমুক্ত বাগাতিপাড়া গড়ে তুলবো। এছাড়া এ কেন্দ্রে সংরক্ষিত মহিলা আসনে লাভলী ইয়াসমিন (ফুটবল) ৩৮ ভোট, বিউটি আহমেদ (হরিণ) ২১ ভোট, শেফালী আক্তার (টেবিল ঘড়ি) ১৬ ভোট, ফরিদা পারভিন (দোয়াত কলম) ১০ ভোট, লাইলী বেগম (মাইক) ৪ ভোট, মহুয়া পারভিন লিপি (লাটিম) ০ ভোট পেয়েছেন। এ কেন্দ্রে জেলা পরিষদ চেয়ারম্যান পদে আ’লীগ ও জাতীয় পার্টি প্রার্থীর মধ্যে আ’লীগের সাজেদুর রহমান খাঁন (চশমা) ৪৪ ভোট ও জাতীয় পার্টির নূরন্নবী মৃধা (ঘোঁড়া) ৩৬ ভোট পেয়েছেন।

শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি