মাটির খাঁচায় বাঁধলে বাসা
ওহে অচিন পাখি,
যাবার বেলায় তোরে কত
কাতর স্বরে ডাকি।
খাঁচার ভিতর অচিন পাখি
সুখে আছিস যেন,
বেলা শেষে মুচকি হেসে
খাঁচা ছাড়িস কেন?
আদর সোহাগ ভালোবাসায়
বাঁধলি সুখের নীড়,
তোকে নিয়ে স্বপ্ন কত
করছে মনে ভীড়।
সময় পেলে যাসরে কোথায়
আমায় বলিস না,
তোকে কত বারন করি
কথা শুনিস না।
ফাঁক পেলে যে যাসরে উড়ে
মাটির খাঁচা ছেড়ে,
মাটির খাঁচা থাকে পড়ে
নাহি নড়ে চড়ে।