শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জেলা পরিষদ নির্বাচনে তাড়াশে ২ প্রার্থী : কোনো ভোট পাননি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

সিরাজগঞ্জের তাড়াশে জেলা পরিষদে নির্বাচন সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে একটি ভোটও পাননি হাতি প্রতীকে প্রভাষক জালাল উদ্দীন ও ঘুড়ি প্রতীকে দেলোয়ার হোসেন সুমন ।

তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩ নং ওয়ার্ডের ভোটগ্রহণ করা হয়। এই মোট পাঁচজন প্রার্থীর মধ্যে ৩ জন প্রার্থীর জামানত বাতিল হয়েছে ।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রিজাইটিং কর্মকর্তা ও উপজেলা মৎস্য অফিসার মোঃ মশগুল আজাদ।

১৭ অক্টোবর সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়ে চলে বেলা ২টা পর্যন্ত।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ইলেক্টনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

এ নির্বাচনে সিরাজগঞ্জ জেলা পরিষদে ৩ ওয়ার্ডে সদস্য পদে ৫ জন ও সংরক্ষিত নারী পদে ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।

সদস্য পদে শরিফুল ইসলাম তাজফুল ফ্যান প্রতীকে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এই নির্বাচনে হাতি প্রতিকে উপজেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রভাষক জালাল উদ্দিন ও ঘুড়ি প্রতীকে উপজেলা যুবলীগের সদস্য দেলোয়ার হোসেন সুমন কোন ভোট পায়নি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।