সোমবার , ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উল্লাপাড়ায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে লিখিত অভিযোগ ; তদন্ত কমিটি গঠন

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যায়ের এক প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিদ্যালয় পরচিালনা কমিটি, শিক্ষক ও অবিভাকগণের লিখিত অভিযোগ দাখিল করার ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

লিখিত অভিযোগ ও সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উল্লাপাড়া উপজেলার বড়হর দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা শারমিন দীর্ঘ দিন ধরে ক্ষমতার অপব্যবহার ও অনেক অনিয়ম-দুর্নীতি করে আসছিলেন। এ ঘটনা গুলোর প্রতিকার চেয়ে গত ৯ জুন প্রাথমিক শিক্ষা বিভাগের রাজশাহী বিভাগীয় কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল এবং ঐ প্রধান শিক্ষকের অপসারণ দাবি করা হয়। দাখিলকৃত লিখিত অভিযোগে ঐ বিদ্যালয়ের পরচিালনা কমিটির সভাপতি, শিক্ষক ও অবিভাকগণ স্বাক্ষর করেন।

এর পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। ঐ তদন্ত কমিটিতে রায়গঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদকে আহবায়ক এবং কামারখন্দের সহকারী উপজেলা শিক্ষা অফিসার কে এম শরিফুল ইসলাম ও বেলকুচির সহকারী উপজেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলামকে সদস্য করা হয়েছে। এ ঘটনা গুলো তদন্ত করার জন্য আসছে ১৮ অক্টোবর সকাল ১০টায় উল্লাপাড়া শিক্ষা অফিসে বিবাদী ও বাদীগণকে নোটিশের মাধ্যমে ডাকা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।