শনিবার , ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বরিশালে গৃহবধু ধর্ষণ, পুলিশ ফাঁড়ি ইনচার্জ গ্রেফতার

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

এক গৃহবধূকে আবাসিক হোটেলে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় বরিশাল কোতোয়ালি মডেল থানাধীন স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল বাশারকে (৪৭) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আবুল বাশরকে শনিবার শেষ কার্যদিবসে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সন্ধ্যায় তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, গ্রেফতারকৃত এসআই আবুল বাশার বাকেরগঞ্জ উপজেলার বিহারীপুর গ্রামের আব্দুল জলিল খানের ছেলে। আর মামলার বাদি নির্যাতিতা নারী (৩৭) মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার কাশিপুরের ইছাকাঠী এলাকার বাসিন্দা।

এজাহারে জানা গেছে, গত ৫ অক্টোবর স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল বাশারের সাথে ওই নারীর পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে মোবাইল নম্বর আদান প্রদান হয়। এর কয়েকদিন পর ১৩ অক্টোবর বিকেলে এসআই আবুল বাশারকে একটি মামলার জন্য ফোন দেয় ভিকটিম ওই গৃহিনী। এসময় এসআই আবুল বাশার ভিকটিমের অবস্থান জেনে সেখানে যান এবং তার অফিসিয়াল রুমে নিয়ে যাওয়ার কথা বলে। পরবর্তীতে বিকেল চারটার দিকে নগরীর প্যারারা রোডস্থ আবাসিক হোটেল আলভির ২০৪ নম্বর কক্ষে নিয়ে এসআই আবুল বাশার ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে।

সূত্রমতে, কোতোয়ালি মডেল থানাধীন স্টীমার ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল বাশারের বিরুদ্ধে ওই এলাকায় চাঁদাবাজির বিস্তার অভিযোগ রয়েছে। বিশেষ করে কীর্তনখোলা নদীতীরবর্তী দ্বীপ জনপদ রসুলপুরের কতিপয় মাদক ব্যবসায়ীর সাথে সখ্যতা গড়ে তাদের কাছ থেকে মাসিক মোটা অংকের টাকা মাসোহারা আদায় করতো। এমনকি তাদের পক্ষালম্বন করে কখনও স্থানীয় বাসিন্দাদের হয়রানি করে আসছিলেন। বাকেরগঞ্জের নিজ এলাকায় এসআই দাপট দেখিয়ে নানা রকম কুকর্মে জড়িত রয়েছেন। একইসাথে মহানগর গোয়েন্দা পুলিশে কর্মরত থাকা অবস্থায় সাংবাদিক নির্যাতনের ঘটনায় তিনি সাময়িক বরখাস্তও হয়েছিলেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম বার বলেন, মামলা দায়েরের পর এসআই মোঃ আবুল বাশারকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।