গত ২৩ আগস্ট জেলা পরিষদ নির্বাচনের তফশলি ঘোণষার পর থেকে পাবনা জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দিতা করার লক্ষ্যে সম্ভাব্য প্রার্থীরা জনপ্রতিনিধি ভোটারদের দ্বারস্থ হয়ে ভোট প্রার্থনা করেছেন। এ নির্বাচনে চাটমোহর উপজেলায় সাধারণ সদস্য পদে একজন ও চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর এ তিন উপজেলা মিলে একজন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হবেন।
এরই ধারাবাহিকতায় পাবনা জেলা পরিষদ নির্বাচনে চাটমোহরের জনপ্রতিনিধিরা ১নং ওয়ার্ডের (চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর) সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ছাবিনা ইয়াসমিন রানীকে জেতাতে একাট্টা। প্রচারনা এবং গণসংযোগেও এগিয়ে আছেন তিনি। চাটমোহর উপজেলার একমাত্র প্রার্থী হিসেবে ছাবিনা ইয়াসমিন রানীর মাইক মার্কা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য তারা ঐক্যবদ্ধ। তার জয়ের ব্যাপারে আশাবাদী চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক।
ছাবিনা ইয়াসমিন রানী পাবনা জেলা পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের (চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর) সংরক্ষিত নারী সদস্য প্রার্থী। তিনি ১নং ওয়ার্ডের (চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর) সকল ভোটারদের মাইক মার্কায় মূল্যবান ভোট দিয়ে সার্বিক উন্নয়ন করার সুযোগ চান এবং দল মত নির্বিশেষে সকল ভোটারের ভোট প্রার্থনা ও সকলের দোয়া-সহযোগিতা কামনা করেছেন।
উওল্লখ্য, ১৭ অক্টোবর সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।