গত ২৩ আগস্ট জেলা পরিষদ নির্বাচনের তফশলি ঘোণষার পর থেকে পাবনা জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দিতা করার লক্ষ্যে সম্ভাব্য প্রার্থীরা জনপ্রতিনিধি ভোটারদের দ্বারস্থ হয়ে ভোট প্রার্থনা করেছেন। এ নির্বাচনে চাটমোহর উপজেলায় সাধারণ সদস্য পদে একজন ও চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর এ তিন উপজেলা মিলে একজন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হবেন।
এরই ধারাবাহিকতায় পাবনা জেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে সদস্য প্রার্থী প্রকৌশলী এ এইচ এম কামরুজ্জামান খোকন। তিনি চাটমোহর ইপজেলার নিমাইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের তিন বার নির্বাচিত সভাপতি ও নিমাইচড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। প্রকৌশলী এ এইচ এম কামরুজ্জামান খোকন পাবনা জেলা পরিষদ নির্বাচনে এক নং ওয়ার্ড চাটমোহর উপজেলার সাধারণ সদস্য পদপ্রার্থী। তিনি এক নং ওয়ার্ড চাটমোহর উপজেলার ভোটারদের টিউবওয়েল মার্কায় মূল্যবান ভোট দিয়ে সার্বিক উন্নয়ন করার সুযোগ চান।
উওল্লখ্য, ১৭ অক্টোবর সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।