পাবনার আটঘরিয়া উপজেলায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত র্র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দৃর্যোগ ব্যবস্থাপনা শাখা আটঘরিয়ার আয়োজনে এসময় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু।
অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। আটঘরিয়া ফায়ার সার্ভিসের লেডার জহুরুল ইসলাম।
আটঘরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আ: সামাদ, মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার শিপ্রা রানী মন্ডল, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রজব আলীসহ অনেকই।