শিশুদেরকে বৃক্ষরোপনে উৎসাহিত করতে ও শিশুকাল থেকেই বৃক্ষপ্রেমী করে তোলার লক্ষ্যে চাটমোহর যুব সোসাইটি এর পক্ষ থেকে চাটমোহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে একটি করে ফলজ বৃক্ষ প্রদান করা হয়। গাছ প্রদানে আর্থিক সহযোগিতা করেছে “আদর্শ নার্সারি”।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) চাটমোহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেওয়া হয়। একসময় উপস্থিত ছিলেন, চাটমোহর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাসলিমা ম্যাম, উপসহকারী কৃষি কর্মকর্তা আবু সাঈদ, আদর্শ নার্সারির সত্বাধিকারী মাওলানা মামুনুর রশীদ, সাংবাদিক তুষার ভট্টাচার্য্য, শিমুল বিশ্বাস।
চাটমোহর যুব সোসাইটির সভাপতি শেখ জাবের আল-শিহাব, সহ-সম্পাদক আরিফুল ইসলাম সৈকত, সাংগঠনিক সম্পাদক শারজিল হাসান মানিক, সদস্য আল-আমিন, রাজিবুল ইসলাম প্রমূখ।
চাটমোহর যুব সোসাইটি’র সামাজিক বনায়ন কর্মসূচি হিসেবে আগামীকাল রামনগর এলাকায় বৃক্ষরোপন কার্যক্রম পরিচালনা করা হবে।