সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় এক সুপরিচিত গ্রাম ডাক্তার সড়ক দুর্ঘটনায় আহত হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত গ্রাম ডাক্তার হায়দার আলী (৬৫) সলঙ্গা থানার ঘুড়কা ইউপির বাসুদেবকোল (বুদারচর) গ্রামের বাসিন্দা। স্থানীয় ইউপি সদস্য জুয়েল রানা জানান,সোমবার দিবাগত রাত ১০ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুড়কা নামক স্থানে বাই সাইকেলের সাথে একটি অজ্ঞাত কোচের ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে থাকে। স্থানীয়রা দেখতে পেয়ে মুমুর্ষ অবস্থায় তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করলে চিকিৎসারত অবস্থায় আজ মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার , ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৭শে রজব, ১৪৪৭ হিজরি
সড়ক দুর্ঘটনায় আহত গ্রাম ডাক্তার হায়দার আলীর মৃত্যু
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২