বুধবার , ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ অক্টোবর, ২০২২

পাবনার ভাঙ্গুড়ায় সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার বার্তা সম্পাদক ও জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক সিরাজুল ইসলাম আপন এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংবাদিকরা। রোববার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় ভাঙ্গুড়া প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সম্মিলিত উপস্থিতিতে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে অংশ নেন-ভাঙ্গুড়া প্রেস ক্লাব, অনলাইন প্রেস ক্লাব, রিপোর্টাস ইউনিটি ও বাংলাদেশ মফস্বল ফোরাম উপজেলা শাখা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম বাবলু। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখা’র সভাপতি ও তৃতীয় মাত্রা প্রতিনিধি প্রভাষক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন, চাটমোহর বার্তা পত্রিকার সম্পাদক এসএম হাবিবুর রহমান, দৈনিক সময় অসময় পত্রিকার সম্পাদক বেলালুর রহমান, ভাঙ্গুড়া অনলাইন প্রেস ক্লাবের সভাপতি বদরুল আলম বিদ্যুৎ, ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল খালেক, বাংলাদেশের খবর প্রতিনিধি হেলাল খান, আজকের পত্রিকার প্রতিনিধি মনিরুজ্জামান ফারুক, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সাংগঠনিক মানবকণ্ঠের ভাঙ্গুড়া প্রতিনিধি ও সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক রায়হান আলী, কালের কণ্ঠ প্রতিনিধি মাসুদ রানা, যুগান্তর প্রতিনিধি পিপুল। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আয়নুল হক,ভোরের দর্পণ প্রতিনিধি ময়নুল হক, আমাদের সময়ের প্রতিনিধি আব্দুর রহিম, খোলা কাগজ প্রতিনিধি মানিক হোসেন, জবাবদিহি প্রতিনিধি মিনু খান, আমার সংবাদ প্রতিনিধি ইকবাল হোসেন, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আব্দুল আজিজ, আলোকিত সকাল প্রতিনিধি মেহেদী হাসান রানা, বালাদেশ সমাচার প্রতিনিধি সাখাওয়াত হোসেন ও সময়ের কাগজ প্রতিনিধি মেহেদী হাসান প্রমূখ। এছাড়াও স্থানীয় সংবাদকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আপনের ওপর সন্ত্রাসী হামলার ৭২ ঘন্টা পেরিয়ে গেছে। থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। তারপরও পুলিশ হামলাকারীদের আইনের আওতায় আনতে গড়িমসি করছেন এটা খুব দুঃখ জনক। মানববন্ধন থেকে বক্তারা স্থানীয় প্রশাসনকে ৭২ ঘন্টার সময় বেঁধে দেন। ৭২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের আইনের আওতায় না আনলে স্থানীয় প্রশাসনের সকল সংবাদ বর্জনের ঘোষণা দেওয়া হয়। সেই সাথে আগামিতে আরো কঠোর কর্মসূচি দিবেবলে জানান। এবিষয়ে সাংবাদিক সিরাজুল ইসলাম আপন একজনের নাম উল্লেখ করে অক্ষত ৫ জনকে আসামী করে থানায় মামলা করেন মামলা (নং-০২)। উল্লেখ্য, গত (৬ অক্টোবর) বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ভাঙ্গুড়া উপজেলার সদর ইউনিয়নের কলকতি নদী ঘাট এলাকায় সাংবাদিক আপনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় । সে বর্তমানে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভাঙ্গুড়া থানার ওসি মোঃ রাশিদুল ইসলাম বলেন, ১নং আসামী পলাতক থাকায় আটক করা সম্ভব হয়নাই তবে অল্প সময়ের মধ্যে সকল আসামিকে আটক করে আইনের আওতায় আনা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।