পাবনার সাঁথিয়া উপজেলা ধুলাউড়ি ইউনিয়নের মোছাঃ শাপলা খাতুন পুরান ধুলাঊড়ি গ্রামের অসহায় হতদরিদ্র ভৃমিহীন মোছাঃ শাপলা খাতুন খাতুন (৪৫) স্বামী মোঃ জাকিরুল ইসলাম প্রাং
তিনি খুবই অসহায় ভাবে জীবন যাপন করছে। তার নিজস্ব কোন জায়গা জমি নেই এবং থাকার মত উপযুক্ত কোন নিজস্ব ঘর নেই।
এ ব্যাপারে স্হানীয় চেয়ারম্যান ও মেম্বারকে জানালে তারা কোন রকমের ব্যবস্হা নেইনি
অসহায় হতদরিদ্র ভৃমিহীন মোছাঃশাপলা খাতুন খাতুন তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন যে আমাকে একটি আশ্রয়ণ প্রকল্পের ঘর দিলে আমি খুবই খুশি হতাম।
এছাড়াও তিনি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী (ভৃমি) কমিশনার অফিসার নিকট আশ্রয়ন প্রকল্পের একটি ঘর চেয়ে আবেদন করেছেন । অতিদ্রুত ঘরের ব্যবস্হা করার জন্য তিনি অনুরোধ করেন।