সোমবার (৩ অক্টোবর) পাবনার চাটমোহর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করছেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ এর সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এমপি।
এদিন উপজেলার সমাজ বারোয়ারী বিগ্রহ মন্দির, হান্ডিয়াল সিদ্ধেশ্বরী কেন্দ্রীয় মন্দির, হরিপুর, মূলগ্রাম ও পৌরসভার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস, এম, নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, আওয়ামী লীগ নেতা খন্দকার মাহবুব এলাহী বিশু, খন্দকার বজলুল করিম খাকছার, মোঃ আব্দুল মমিন, পৌর আ’লীগের সম্পাদক জুয়েল মির্জা, হরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন, মথুরাপুর ইউপি চেয়ারম্যান, নিমাইচড়া ইউপির বর্তমান ও সাবেক চেয়ারম্যান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক অশোক চক্রবর্তী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন, অধ্যক্ষ এম এ মতিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমু সহ কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।