শনিবার , ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

চৌগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতির উপর সন্ত্রাসী হামলা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ জুলাই, ২০২০

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

যশোরের চৌগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম হোসাইনের পা গুড়ো করে দিয়েছে চিহ্নিত সন্ত্রাসীরা। এসময় তার সাথে থাকে ইব্রাহীমের উপরও সন্ত্রাসী আক্রমন চালান হয়। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চানপুর গ্রামের মাঠে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এসসময় ইব্রাহীম ও তার সঙ্গী মিঠুন মটর সাইকেলে করে নিজ গ্রামে ফিরছিলেন। ইব্রাহীম উপজেলার বেড়গোবিন্দপুর গ্রামের আব্দুল খালেক বিশ্বাস ও মিঠুন একই গ্রামের মাইন বিশ্বাসের ছেলে। চৌগাছা উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার হাদিউর রহমান বলেন ইব্রাহীমের দুই পায়ের গোড়ালিতে সর্বোচ্চ আঘাত করা হয়েছে। বিশেষ করে বাম পায়ের অবস্থা বেশি খারাপ। তবে তার দুপায়ে হাতুড়ি বা লোহার কিছু দিয়ে এমন ভাবে আঘাত করা হয়েছে যে তার পায়ের চর্বি বেড়িয়ে এসেছে। তবে এক্সরে না করে কিছু বলা যাচ্ছেনা।

 

তার দুপা অকেজো করে দেওয়াই অঅক্রমনকারিদেও পরিকল্পনা ছিল বলেই মন্তব্য করেন তিনি। ইব্রাহীমের পায়ে আভ্যন্তরীন রক্তপাত হচ্ছে। অন্যদিকে মিঠুনের মাথা ফেটে ৩ ইঞ্চি গভীর হয়ে গেছে। ৬-১২ ঘন্টা পার না হলে তার বিষয়ে কিছু বলা যাচ্ছেনা। রাতেই তাদের দুজনকেই যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে বলেও জানান ডা.হাদিউর রহমান। হাসপাতালে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাজু জানান, ইব্রাহীম ও তার সঙ্গী মিথুন ওই সময় চৌগাছা বাজার থেকে নিজ বাড়ি বেড়গোবিন্দপুর গ্রাম ফিরছিলেন। গ্রামে আসার পথে চানপুরের (পাকা রাস্তা শেষে ইটের সলিং শুরু যেখানে) রাস্তা পার হয়ে বেড়গোবিন্দপুর বটতলায় পৌছানোর আগেই চিহ্নিত সন্ত্রাসীরা বাশ দিয়ে তাদের গতিরোধ করে। সেখানেই তাদেও উপর সন্ত্রাসী হামলা চালান হয়। ইব্রাহীমের বড় ভাই জাহিদুর রহমান মিলন জানান,পূর্ব শত্রুতার জের ধরেই এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা আমার ভাইকে খুন করতে চেয়েছিল।

 

এঘটনায় শুক্রবার রাতেই তারা উপজেলার মনমথপুর গ্রামের আওরঙ্গজেব চুন্নুর ছেলে শামীম রেজা,পানুর ছেলে ইমরান বেড়গোবিন্দপুর গ্রামের বুলবুলি হোসেনের ছেলে পারভেজ, মৃত মকবুল মল্লিকের ছেলে মহব্বতসহ ১৩জনকে অভিযুক্ত করে চৌগাছা থানায় একটি এজাহার করেছেন তিনি। এবিষয়ে চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ও তার সঙ্গী মিথুনের উপর আক্রমনকারি যেই হোকনা কেনো কোনো ছাড় দেওয়া হবেনা। অতিদ্রুতই তাদেরকে আইনের আওতায় আনা হবে। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

উপদেষ্ঠা সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল-০১৭১১-৪১৭৮৮০, সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ