মানুষের পাশে আমরা- এ প্রতিপাদ্যকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সিরাজগঞ্জ ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদের উদ্যোগে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।আজ শুক্রবার ৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের পশ্চিম আটঘরিয়া গ্রামে কুড়মালি পাঠশালায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদের সভাপতি প্রদীপ সাহা। এ সময় উপস্থিত ছিলেন, কুড়মালি ভাষার লেখক ও গবেষক উজ্জল মাহাতো, মাহাতো সমাজপতি দীগেন্দ্রনাথ মাহাতো, ঝুমুর শিল্পী উপেন্দ্রনাথ মাহাতো, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. জয়নাল আবেদীন জয়, মাই টিভির জেলা প্রতিনিধি ও রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ,এম মোনায়েম খান, প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম, প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক আবু রায়হান জনি প্রমুখ।
অনুষ্ঠানে পশ্চিম আটঘরিয়া গ্রামের ২২ জন নারী-পুরুষের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়।
সিরাজগঞ্জ ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদের সভাপতি প্রদীপ সাহা বলেন, প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। এর ধারাবাহিকতায় এবারো শাড়ি- লুঙ্গি বিতরণ করা হলো।
শুক্রবার , ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১১ই শাবান, ১৪৪৭ হিজরি
রায়গঞ্জে দুর্গোৎসবে ফারাজ আইয়াজ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শাড়ি লুঙ্গি বিতরণ
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২