মঙ্গলবার , ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নলডাঙ্গায় উপজেলা চেয়ারম্যান আসাদের হামলায় ছাত্রলীগ নেতা খুন

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
নানা নাটকীয়তার পরে অবশেষে নাটোরের নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের পিটুনির শিকার উপজেলা আওয়ামী লীগরে সাবেক সাধারন সম্পাদক বর্তমানের কলেজ শিক্ষক এস এম ফিরোজের ভাতিজা উপজেলা ছাত্রলীগ নেতা জামিউল ইসলাম জীবনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান হাসপাতালের পরিচালিক বিগ্রেডিয়ার জেনারেল ডা. শামীম ইয়াজদানি। তিনি বলেন, গত সোমবার রাতে জীবনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর পর তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে তাকে লাইভ সাপর্টে রাখা হয়েছিল। শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে তিনি মারা যান। জামিউল ইসলাম জীবন নলডাঙ্গা উপজেলার রামশা কাজিপুর গ্রামের শাহ পাড়ার ফরহাদ হোসেনের ছেলে। জীবন উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন এবং নলডাঙ্গা ডিগ্রী কলেজের ছাত্র।
জীবনের চাচা উপজেলা অওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক কলেজ শিক্ষক এস এম ফিরোজ বলেন, তাদেরকে গতকাল শুক্রবার সোয়া দুটার দিকে ভাতিজা জীবনের মৃত্যুর বিষটি নিশ্চিত করেছে হাসপাতাল কতৃপক্ষ। তিনি আরো বলেন,আইসিইউতে লাইভ সার্পটে থাকা আমার ভাতিজা জামিউল আলীম জীবনকে গত বুধবার সকালে অপারেশন থিয়েটারে নেয়া হয়। অপারেশন থিয়েটারে নেয়ার পর চিকিৎসকরা মৌখিকভাবে জানান জীবন মারা গেছে। কিন্তু হঠাৎ করেই তাকে আবারও আইসিইউতে নেয়া হয় এবং লাইভ সার্পট দেয়া হয়। পরে আমরা আইসিইউ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও কোন সদুত্তর পাওয়া যায়নি। তবে আমাদের জানানো হয় জীবন জীবিত থাকায় তাকে লাইভ সার্পটে রাখা হয়েছে। আরও ৭২ ঘন্টা লাইভ সার্পটে থাকবে। এধরনের নাটক শেষে গতকাল  শুক্রবার দুপুরে আমার ভাতিজার জীবনাবসানের সংবাদটি নিশ্চিত করা হয়েছে।ময়না তদন্ত শেষে রাজপাড়া থানার মাধ্যমে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয় বলে জেনেছি।
উল্লেখ্য,ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের পিটুনিতে আহত হন জামিউল আলিম জীবন ও তার পিতা ফরহাদ হোসেন। দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় জামিউল আলিম জীবনকে আইসিইউতে লাইভ সার্পটে রাখা হয়। এই দিনই জীবনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে নিহতের পরিবারে শুরু হয় শোকের মাতম। পরদিন পরিবারের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদেরও জানানো হয় জীবনের মৃত্যুর সংবাদ। এতে বেশ কিছু গণমাধ্যমে জীবনের মৃত্যুর খবর প্রচার বা প্রকাশিত হয়। মঙ্গলবার দিনভর জীবনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকাবাসী সহ উপজেলা আওয়ামীলীগ ,ছাত্রলীগ ও যুবলীগ নেতা কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা চেয়ারম্যান আসাদকে গ্রেফতার ও তার বিচারের দাবীতে নলডাঙ্গা উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ করে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ১৮ সেপ্টেম্বর রাতে নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বিরুদ্ধে মসজিদের মাইক চুরির সালিশে পক্ষপাতিত্ব এবং দুর্নীতির অভিযোগ তোলে ফেসবুক লাইভ করেন উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক জামিউল ইসলাম জীবন। এর জের ধরে পরের দিন ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নলডাঙ্গা উপজেলার রামশাকাজিপুর আমতলী বাজারে জীবনকে লোহার রড ও লাঠি দিয়ে পেটান আসাদুজ্জামান আসাদ, ও তার দুইভাইসহ ৫ জন। এ সময় বাধা দেওয়ায় জীবনের বাবা ফরহাদ হোসেনকেও পেটানো হয়। আহতদের উদ্ধার করে রাতেই প্রথমে নাটোর সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরের পরদিন ফরহাদ হোসেনকে ছাড়পত্র দেন চিকিৎসকরা। তবে জীবনকে পাঠানো হয় আইসিউতে।
এ ঘটনায় মঙ্গলবার দুপুরেই জীবনের মা জাহানারা বেগম বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ও তার ২ ভাইসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলা দায়েরের পরদিন পুলিশ মামলার আসামি উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের ভাই আলিম আল রাজীকে গ্রেপ্তার করে।
এদিকে ৪দিন পর জীবনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর সজন সহ প্রিয়জনরা নিহত জীবনের বাড়ি রামশার কাজীপুর আমতলি গিয়ে ভির করছেন।
 নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে গতকাল শুক্রবার বিকেলে রামশার কাজীপুর আমতলী গ্রামে গিয়েছিলেন।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যানের পিটুনীতে আহত হয়ে রামেক হাসপাতালে লাইফ সাপর্টে থাকা জীবনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে জানান, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কোন ধরনের বিশৃংখলা ঠেকাতে পুলিশ সর্তক রয়েছে।
নাটোর ২ আসনের সংসদ শফিকুল ইসলাম শিমুল এমপি  নলডাঙ্গার রামশার কাজীপুর আমতলী গ্রামে উপস্থিত হয়ে বলেন, বাবু শংকর গোবিন্দ চৌধুরী যখন নির্বাচন করেছেন তখন এই আসাদ ছাত্র শিবির করতেন।
বাবু শংকর গবিন্দ্র চৌধুরী যখন রাজনীতি করতেন এই আসাদ শংকর গোবিন্দ চৌধুরীর প্রচার মাইক তিনি ভাংচুর করেছেন,
সে উপজেলা চেয়ারম্যান হওয়ার পর বিশেষ করে গত ২০ ফেব্রুয়ারী আওয়ামী লীগের সন্মেলন এর পর থেকে বেপরোয়া হয়ে উঠেছে এলাকায়, সে এলাকার বিভিন্ন মানুষের উপরে অন্যায় অত্যাচার করেছে,বিভিন্ন মানুষের জায়গা জমি দখল করার পরিকল্পনা ও জায়গা দখল করে নিয়েছে। সে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দিয়ে অর্থ হাতিয়ে নেয়,সেই একজন প্রতারক ও খুনি।
শালিশের নামে ব্যাপক অর্থ লপাট করেছে,বিভিন্ন মানুষকে দিয়ে মামলা করে দিয়ে মোটা অংকের শালিস এর নামে সমাধান করেছে এই তার চরিত্র।
সে একজন মামলা বাজ, খুনি, প্রতারক ও চরিত্রহীনা। সে কখনো জনপ্রতিনিধি হতে পারে না।
পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী র হস্তক্ষেপ কামনা করছি।
এই খুনি কুলংকার আসাদ এর সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি জানাই। সে জেন নাটোর থেকে পালাতে না পারে।
জামিউল আলিম জীবন কে নিয়ে নাটক সাজানো হয়েছিলো। জীবনকে যখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করানো হয়, গত ২১ তারিখ এ তিনি মৃত্যুবরন করেছেন।
ডাক্তাররা তার পরিবারের ভাই চাচা দের কে জানিয়েছে ২১ তারিখ এ মৃত্যুবরন করেছে, কিন্ত এই নাটক কেন সাজানো হলো, এই নাটকের মুল হতা কে?কেন তাকে তিন দিন বেশি থাকতে হলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এর পিছনে কে ইন্দন দাতা এবং যারা নাটক করেছে তাদের ও সামনে নিয়ে আসার আহবান জানাচ্ছি। যারা এই নাটক সাজিয়েছে তাদের মুখোশ উন্মোচন এই নাটোরের মাটিতে হবেই হবে ইনশাআল্লাহ। নাটোরের মাটি আওয়ামী লীগের ঘাটি, শিমুল এমপি আরও বলেন,
আমি যখন নাটোরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম নাটোরে কোন সন্ত্রাসী কর্মকান্ড আমি হতে দেই নাই,কোন চাদাবাজি হতে দেই নাই,কোন মাদকাসক্ত, মাদক সেবনকারীকে থাকতে দেই নাই। কিন্ত ২০ ফেব্রুয়ারী নির্বাচনের পর থেকে যতসব নষ্টের রাজত্ব কায়েম হয়েছে নাটোরে।
নাটোরে বিভিন্ন দখল বাজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নাশকতা করছে এরা কারা? তারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে পারে না। যারা সন্ত্রাসী করে, যারা হত্যা করে,যারা খারাপ কাজ করে তারা কখনো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে পারেনা এবং তাদের বিচার আমি শফিকুল ইসলাম শিমুল যদি বেচে থাকি অবশ্য ই তাদের বিচার হবেই হবে।
নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ এর নেতাকর্মী সহ ছাত্রলীগ,যুবলীগ, সেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনের দলিয় রাজনৈতিক নেতাকর্মী সহ এলাকাবাসী খুনি আসাদ এর সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।