বরিশাল র্যাব-৮ গৌরনদীতে অভিযান চালিয়ে বিদেশী মদসহ নয়ন সাহা নামের এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে র্যাব-৮ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি নয়ন সাহা (২৬) গৌরনদী উপজেলার উত্তর পালরদী এলাকার যাদব সাহার ছেলে।
উপ-পরিচালক আরও জানান, র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে মাদক কেনা-বেচার খবরে গৌরনদী বাসস্ট্যান্ডের ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডারে মাদকসহ ব্যবসায়ির অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে নয়ন দৌড়ে পালানোর সময়ে নয়নকে আটক করে। এসময় তার কাছ থেকে বিদেশী ৬ বোতল মদ উদ্ধার করা হয়। এঘটনায় বুধবার রাতে র্যাবে ডিএডি মো. আব্দুল মতিন বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটক নয়নকে থানায় হস্তান্তর করেছে।
শনিবার , ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
গৌরনদীতে র্যাবের অভিযানে বিদেশী মদসহ ব্যবসায়ি নয়ন সাহা গ্রেফতার
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২