ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় দেড় কেজি গাজা সহ আনিছুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার পুলিশ গ্রেফতারকৃত আসামীকে জেল হাজতে পাঠিয়েছে।
পুলিশ জানায়,ঠাকুরগাঁও সদর উপজেলার ঘনিমহেশপুর গ্রামের আনিছুর রহমান দয়াল দীর্ঘদিন যাবত গাজার ব্যবসা করে আসছিল।বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আনিছুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে দেড় কেজি গাজা উদ্ধার করে।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ধৃত আসামী আনিছুর ও পলাতক আসামী সুজনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে।বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আনিছুরকে আদালতে সোপর্দ করা হয়।
রুহিয়া থানার ওসি সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।