শুক্রবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হার্ট ছিদ্র সারাকে বাঁচাতে সহযোগিতার করুন

প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

১০ বছর বয়সের ফুটফুটে মেয়ে শেখ আফরোজা আক্তার সারা বরিশাল নগরীর দি বরিশাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। দীর্ঘ দুই মাস ধরে হার্টের কঠিনরোগে আক্রান্ত হয়ে স্কুলে যেতে পারছে না সারা। ক্রমেই মৃত্যুর দিকে ঝুঁকে পরছেন ফুটফুটে এ শিশুটি।
চিকিৎসকরা জানিয়েছেন, সারার তার হার্টের ভেতরে দুইটি ছিদ্র রয়েছে। ধারদেনা করে মেয়ের চিকিৎসা করাতে গিয়ে এখন পুরোপুরি নিঃস্ব হয়ে পরেছেন সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত সারার বাবা। বর্তমানে অর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে পারছেন না। আর চিকিৎসার অভাবে একমাত্র মেয়ের হার্টের ছিদ্রর আকার ক্রমেই বেড়ে চলছে।
তাই উন্নত চিকিৎসার মাধ্যমে মেয়েকে বাঁচাতে সমাজের মহানুভব ব্যক্তি, শিল্পপতি, প্রবাসী ও মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হাত পেতেছেন শেখ আফরোজা আক্তার সারার অসহায় বাবা শেখ শান্ত ও মা পলি বেগম।
বরিশাল নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের আমিরকুটির এলাকার বাসিন্দা শেখ শান্ত ও পলি বেগমের একমাত্র সন্তান শেখ আফরোজা আক্তার সারা। কান্নাজড়িত কন্ঠে শেখ শান্ত বলেন, জন্মের পর সারা স্বাভাবিকভাবেই বেড়ে উঠছিল। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে মাঝে মাঝে অসুস্থ্য হতে থাকে। খেলাধুলা করতে গিয়ে প্রায়ই হাফিয়ে উঠতো। গত দুই মাস আগে হঠাৎ করেই শ্বাস প্রশ্বাসে কষ্ট দেখা দেয়। পাশাপাশি বুকে ব্যাথা শুরু হয়। পরে স্থানীয় চিকিৎসক দেখিয়ে কোন উন্নতি না হওয়ায় চলতি বছরের গত আগস্ট মাসে শেবাচিম হাসপাতালের কার্ডিওলজিস্ট ডাঃ এম সালেহ উদ্দিনকে দেখানো হয়। সেখানে বিভিন্ন পরীক্ষানীরিক্ষার পর সারার হার্টে দুইটি ছিদ্র ধরা পরে। পরে তার পরামর্শমতো ঢাকায় ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে শিশু কার্ডিওলজিস্ট ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডাঃ নুরুন্নাহার ফাতেমাকে দেখানো হয়। তিনিও বিভিন্ন পরীক্ষানীরিক্ষার করে হার্টে দুইটি ছিদ্র রয়েছে বলে জানান। পরবর্তীতে সারার সুস্থ্যতার জন্য চিকিৎসক দ্রুত অপারেশনের কথা বলেন। তা না হলে ছিদ্র দুটি আরো বড় হয়ে যাবে বলেও জানিয়েছেন।
সারার বাবা আরো বলেন, অপারেশনের জন্য প্রায় আড়াই লাখ টাকা প্রয়োজন। বিভিন্ন জনের কাছ থেকে ধারদেনা করে প্রাথমিক চিকিৎসা করাতে গিয়ে এমনিতেই আমি পুরোপুরি নিঃস্ব হয়ে পরেছি। তাই উন্নত চিকিৎসার জন্য টাকার যোগাড় করতে না পেয়ে মেয়েকে নিয়ে বরিশালে এসেছি। চিকিৎসকেরা অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে অপারেশন করতে বলেছে। কিন্তু এখনও উন্নত চিকিৎসার জন্য অর্থযোগাড় করা সম্ভব হয়নি। তাই নিরুপায় হয়ে একমাত্র মেয়েকে বাঁচাতে সমাজের মহানুভব ব্যক্তি, শিল্পপতি, প্রবাসী ও মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হাত পেতেছেন শেখ আফরোজা আক্তার সারার অসহায় বাবা শেখ শান্ত ও মা পলি বেগম। আর্থিক সাহায্য পাঠাতে সরাসরি যোগাযোগ : ০১৬৮৯-৬৪১৭৩৩ (বিকাশ)।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।