বগুড়ার শাজাহানপুরে ধাওয়া করে চোরাই গরুসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। এঘটনায় গত ২০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে গরুর মালিক আব্দুল বারী জোয়ারদার (৪৫) নামে এক ব্যক্তি অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার আমরুল ইউনিয়নের আমরুল জোয়ারদারপাড়া গ্রামের মৃত আজিজার রহমান জোয়ারদারের ছেলে আব্দুল বারি জোয়ারদার কৃষি কাজের পাশাপাশি বাড়িতে গরু পালন করেন। প্রতিদিনের মত সোমবার রাতে তার একটি গাভী ও বোকনা বাছুর গোয়াল ঘরে রেখে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪টার দিকে গরুকে খাবার দিতে গিয়ে দেখেন গোয়ালে তার গাভী ও বাছুর নেই। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। একপর্যায়ে লোকমুখে জানতে পারেন যে, একদল চোর ট্রাকে করে গরু চুরি করে উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়ক দিয়ে নিয়ে যাওয়ার সময় টহল পুলিশ ও নাইট গার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রাক ঘুরিয়ে উল্টোপথে দ্রুতগতি পালানোর চেষ্টা করে। এসময় টহল পুলিশ ধাওয়া করলে নয়মাইল হতে মাড়িয়া সড়কের করতোয়া নদীর ব্রীজের পশ্চিমপাশে ট্রাক ফেলে দ্রুত পালিয়ে যায়। পুলিশ গরুসহ ট্রাকটি (ঢাকা মেট্রো-ন-১৯-৬৬৯২) আটক করে হেফাজতে নেয়। এঘটনায় গরুর মালিক আব্দুল বারি জোয়ারদার অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গরুর মালিককে সনাক্ত করার পর মামলা দায়ের করা হয়েছে।