বৃহস্পতিবার , ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভর্তুকির টাকাও হরিলুট হচ্ছে : মোমিন মেহেদী

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, বিভিন্ন খাতের কোটি কোটি লুটের পর এখন মন্ত্রী-সচিব-আমলাদের দুর্নীতির কারণে বিদ্যুৎ-তেল-পানি-গ্যাসসহ সকল ভর্তুকির টাকাও হরিলুট হচ্ছে।

১৮ সেপ্টেম্বর সকাল ১০ টায় প্রেসক্লাবের সামনে জনগণের জন্য দেয়া ভর্তুকির অর্থ বিভিন্ন ইস্যুতে লুটতরাজের প্রতিবাদে অনুষ্ঠিত পথসভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ঢাকা মহানগর দক্ষিণ এনডিবির যুগ্ম আহবায়ক কামাল আহমেদ. পটুয়াখালী জেলা এনডিবির আহবায়ক হরিদাস সরকার প্রমুখ। মোমিন মেহেদী আরো বলেন, এই লুটেরারা রাজনীতির নামে মানুষের জীবনকে অতিষ্টনীতিতে নেমেছে। এদেরকে প্রতিহত করতে হলে লোভ মোহহীন নিরন্তর রাজপথে থাকতে হবে বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিকদেরকে।

এসময় নেতৃবৃন্দ বলেন, খোঁজ নিলে দেখা যাবে ভর্তুকির ৬ হাজার ৬৮ কোটি টাকার অধিকাংশই বিদ্যুৎ প্রতিমন্ত্রী, খাদ্যমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, মৎস্যমন্ত্রী ও তাদের সচিব-আমলাদের বউ-স্বজনদের মাধ্যমে দেশের বাইরে পাচার হয়ে গেছে। আমরা মহাচোরদেরকে মন্ত্রী বানিয়ে এখন নিদারুণ যন্ত্রণায় জীবনযাপন করছি। ছাত্র-যুব-জনতার সামনে কেবল অন্ধকার, এই অন্ধকার থেকে মুক্তি পেতে আলোর রাজনীতির কোন বিকল্প নেই। জনগণের মৌলিক দাবি বাস্তবায়নের জন্য নিবেদিত না থেকে ক্ষমতায় আসার আর  থাকার চেষ্টা যারা করছে তাদেরকে ‘না’ বলে চলুন নতুনধারার রাজনৈতিকধারাকে শক্তিশালী করি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।