রবিবার , ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চাটমোহরে গ্যাসের চুলার আগুনে রেস্টুরেন্ট পুড়ে ছাই, ২ লক্ষ টাকার ক্ষতি

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

চাটমোহরে বিলচলন বাঁওশা ব্রিজ এর ওয়াপদা বাঁধ এলাকায় গ্যাসের চুলা থেকে সৃষ্ট অগ্নিকান্ডে কুটুমবাড়ি রেস্টুরেন্ট পুড়ে ছাই হয়ে গেছে। এতে রেস্টুরেন্টের প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।

রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে গ্যাসের চুলায় রান্না করার সময় হঠাৎ আগুন ধরে মুহুর্তের মধ্যে আগুন ঘরের চালে ও দোকান ঘরে ছড়িয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে চাটমোহর ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে সক্ষম হয়।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চাটমোহরের বিলচলন ইউনিয়নের বাওশা ব্রিজ ওয়াপদা এলাকায় কুটুমবাড়ি রেস্টুরেন্টটি অবস্থিত। এ রেস্টুরেন্টটি পরিচালনা করছেন মাসুদ রনা। রবিবার দুপুরে রান্নার কাজ করছিলেন। রান্না করার সময় হঠাৎ চুলায় আগুন ধরে গেলে মুহুর্তের মধ্যে আগুন ঘরের চালে ও রেস্টুরেন্টে ছড়িয়ে পড়ে। আগুনে রান্না ঘর সহ অনেক মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে চাটমোহর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পানি বহনকারী গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তিনি আরো জানান, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত। দোকানে থাকা অনেক মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। আনুমানিক ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার করা হয়েছে প্রায় ৪ লক্ষ টাকার মালামাল।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।