এমন কথা পারবেই বলতে
সেইটা আমি জানি,
তোমায় নিয়ে যত স্মৃতি
আর পিছু না টানি।।
তুমি হলে মস্ত লোভী
আমি সেইটা জানি,
আঠা ছাড়া তোমায় লাগে
এইতো আমার নানী।।
তবুও তোমায় বেসেছিলাম
ভালো জীবন উজার করে,
স্বার্থের কাছে হেরে গেলাম
থাকলাম সেথায় পড়ে।।
যতটুকুন বেসেছিলাম ভালো দিলাম,
ততটুকুই অভিশাপ,
সৃষ্টিকর্তা তোমায় যেন
করে না একটু মাফ।।
বুকের উপর হাতটা রেখে
একটু চিন্তা কর,
এত ভালোবাসার পরেও কেমনে!
অন্যের হাতটা ধরো।।
আর যাব না তোমার কাছে
এই ধরলাম কানে,
তুমি কেমন লোভী নারী
থাকবে আমার মনে।