বুধবার , ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় জেলি-যুক্ত চিংড়ি বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

পাবনার ভাঙ্গুড়ায় মানবদেহের জন্য ক্ষতিকর জেলি-যুক্ত  চিংড়ি মাছ সংরক্ষণ ও বিক্র‍ির অপরাধে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এরা হলেন, মাছ ব্যবসায়ী আলী আকবর ও আনিস হোসেন। এসময়  জেলি-যুক্ত ১০ কেজি বাগদা চিংড়ি জব্দ করে তা ধ্বংস করা হয়। আজ বৃহস্পতিবার  বেলা ১১ টার দিকে পৌরসভার ভাঙ্গুড়া মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদন্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান । এসময় উপজেলা  মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা উপস্থিত ছিলেন।

জানা গেছে,  কয়েকজন অসাধু মাছ ব্যবসায়ী বড়ালব্রীজ ও ভাঙ্গুড়া মাছ বাজারে ক্ষতিকর জেলি-যুক্ত  চিংড়ি মাছ  বিক্রি করে আসছেন। এমন অভিযোগর ভিত্তিতে আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ভাঙ্গুড়া মাছ বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। সেখানে জেলি-যুক্ত চিংড়ি মাছ বিক্রির সময় দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এসময়  সেখান থেকে  জেলি-যুক্ত ১০ কেজি বাগদা চিংড়ি মাছ জব্দ করে তা ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান  জানান, ‘ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী প্রত্যেককে ৫ হাজার  করে  ১০ হাজার টাকা অর্থদন্ডারোপ করা হয় এবং জব্দকৃত জেলি-যুক্ত ১০ কেজি চিংড়ি মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।