কৃষি প্রণোদনা কর্মসূচী ২০২২-২০২৩ এর আওতায় খরিপ মৌসুমে বাগাতিপাড়ার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার পরিষদ চত্ত¡রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব প্রণোদনা বিতরণ করা হয়। এসময় ইউএনও (ভারঃ) সুরাইয়া মমতাজ’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মোমরেজ আলী’র পরিচালনায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, উপজেলা আ’লীগ সভাপতি নুরূল ইসলাম ঠান্ডু প্রমুখ। পরে পৌরসভা ও ৫ টি ইউনিয়নে ৮০ জনকে এক বিঘা জমিতে চাষের জন্য ৫ কেজি মাসকালাই বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
মঙ্গলবার , ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বাগাতিপাড়ায় কৃষি উপকরণ বিতরণ
প্রকাশিত হয়েছে- বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২