বিট পুলিশিং কার্যালয়ের আয়োজনে, সুজানগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজেশ কুমার চক্রবর্তীর বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার রাতে পাবনার সুজানগর থানার পৌরসভাধীন ভবানীপুর ১ নং বিট পুলিশিং কার্যালয়ে ইন্সপেক্টর (তদন্ত) থেকে অফিসার ইনচার্জে পদোন্নতি হওয়াতে রাজেশ কুমার চক্রবর্তী কে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনার সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন, সুজানগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাননান, ইন্সপেক্টর রাজেশ কুমার চক্রবর্তী, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার। সুজানগর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল হাসান রোজ এর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান এর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য দেন, সিনিয়র শি¶ক আলাউদ্দিন,বিট অফিসার এস আই রাশেদুল ইসলাম,এ এস আই আতাউর রহমান প্রমুখ। এছাড়াও এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য সুজানগর থানার ইন্সপেক্টর তদন্ত রাজেশ কুমার চক্রবর্তী পদোন্নতি প্রাপ্ত হয়ে বগুড়া জেলায় যোগদান করবেন।
শুক্রবার , ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
সুজানগর থানার ইন্সপেক্টর রাজেশ কুমার চক্রবর্তীর বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে- বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২