বুধবার , ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৯ই শাবান, ১৪৪৭ হিজরি

কাল থেকে ঝালকাঠির ৩২ কেন্দ্রে এসএসসি সমমান পরীক্ষা শুরু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

কাল ১৫ সেপ্টেম্বর থেকে ঝালকাঠি জেলায় ৩২টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল/সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা গ্রহনের যাবতীয় প্রস্তুতি গ্রহন প্রায় সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে গতকাল (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঝালকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন্নাহার কেন্দ্র সচিবদের নিয়ে এক সভা করেছেন। সভায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন রকম দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। এ বছর ১৯ জুন এসএসসি সমমান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কতা ছিল। কিন্তু সিলেট বিভাগ বন্যা কবলিত হয়ে পড়ায় পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

এ বছর ঝালকাঠি জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ১৭টি কেন্দ্রে পরীক্ষার্থী ৮,৬৪৩ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল ৭টি কেন্দ্রে ২,৮০৪ জন ও কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনাল ৮টি কেন্দ্রে ১,৩৭১ জনসহ সর্বমোট পরীক্ষার্থী ১২,৮১৮ জন।

জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ তেকে মূল কেন্দ্র ও ভেন্যু কেন্দ্রের ২০০ গজ ব্যাসার্ধের মধ্যে ৫জন বা ততোধিক ব্যক্তির সমাবেশ প্রতিরোধের জন্য জেলা সদরে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা সদরের বাহিরে উপজেলায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করেন। এছাড়া, বিকল্প রাস্তায় ব্যবহারের ব্যবস্থা থাকলে পরীক্ষা কেন্দ্রে/ ভেন্যু এর সামনে রাস্তা পরীক্ষা চলাকালীন বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনেরও অনুরোধ জানানো হয়। পরীক্ষা চলাকালীন ফটোস্ট্যাট মেশিনসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয়।পরীক্ষা চলাকালীন সরকারী ছুটির দিন ডাক বিভাগ খোলা রাখার ব্যবস্থা গ্রহনের জন্য পোস্ট মাস্টার , প্রধান ডাকঘর খোলা রাখার নির্দেশনা রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।