রবিবার , ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৩ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

গোপালপুরে সেচ্ছাসেবী সংস্থা শুশুয়া ভিলের জরুরী খাদ্য সহায়তা বিতরণ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৮ মে, ২০২০
মো. নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি:
করোনা ভাইরাস সংক্রমণরোধে লকডাউন থাকায় কর্মহীন হয়ে পড়েছে সাধারণ মানুষ, এই পরিস্থিতিতে হতদরিদ্র পরিবারগুলো অসহায় অবস্থায় জীবনযাপন করেছে। আসছে সামনে ঈদ ও চলতি রমজানে অনেকটাই হাসি বিমুখ দেশের অগণিত অস্বচ্ছল পরিবারগুলো। শহরঞ্চালে বিভিন্ন বেসরকারি সংস্থা বা ব্যক্তি উদ্যাগে ত্রাণ তৎপরতা দেখা গেলেও, দেশের প্রত্যন্ত গ্রামগুলোতে বেসরকারি সংস্থা বা ব্যক্তি উদ্যাগে ত্রান তৎপরতা নগণ্য।
এই পরিস্থিতিতে প্রত্যন্ত গ্রামগুলোর হতদরিদ্র ৪৫ টি পরিবারের মাঝে জরুরী খাদ্য সহায়তা বিতরণ করেছে আমেরিকাভিত্তিক সেচ্ছাসেবী সংস্থা শুশুয়া ভিলে, গোপালপুর উপজেলার চর চতিলা, রামপুর চতিলা (ফারাজিপাড়া) বনমালী, বিলডগা, জোত বাগল ও চক্কাশী গ্রামের অত্যন্ত অসহায় পরিবারগুলো খুঁজে বের করে তাদের মাঝে বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীতে ছিলো জনপ্রতি ৫কেজি চাল, ১কেজি লবন, ৫০০গ্রাম করে ডাল, সোয়াবিন তেল, চিনি, সেমাই, খেজুর, মুড়ি ও ২টি সাবান।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ নেতা শুকুর মাহমুদ, শেখ ফরিদ, স্বাস্থ্যকর্মী লুৎফর রহমান, সংবাদকর্মী মাহদি হাসান শিবলী, মো. রুবেল আহমেদ ও ব্যবসায়ী আশরাফুল আলম। বিতরন কাজে সহযোগিতা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন চর চতিলা যুব উন্নয়ন সংঘ।
আমেরিকা প্রবাসী ও শুশুয়া ভিলের প্রতিষ্ঠাতা মাসুম মাহবুবুর বললেন অসহায় মানুষের মুখে হাঁসি ফুটানোর জন্য শুশুয়া ভিলের প্রতিষ্ঠা, চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে অবিরত কাজ করে যাচ্ছে।
এই কঠিন সময়ে শহরের পাশাপাশি গ্রামের মানুষের প্রতি আরো বেশি সহযোগিতার হাত বাড়ানো উচিৎ, অনেক পরিবারের ঈদ উপলক্ষে পরিবারের শিশুদের জন্যও কেনাকাটার সামর্থ্য নেই বলে গ্রামের বিভিন্ন মানুষের প্রতিক্রিয়ায় জানা গেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।