সুজানগরে জোরপূর্বক জমি দখলের চেষ্টায় চারা গাছের সাথে শত্রুতা করে ১০ টি চারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর ২০২২ ইং) রাতে পাবনার সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের হুদার পাড়া গ্রামের মৃত বাহাদুর মোল্লার ছেলে রমজান আলী মোল্লার রোপন কৃত ১০ টি চারা গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, রমজান মোল্লার পৈত্রিক সম্পত্তি ৩৭৫৯ ও ৩৭৬০ দাগের ৭ শতাংশ জমি প্রায় ৫০ বছর ধরে ভোগ দখল করে আসছে।সেই জমি জোর পূর্বক দখল করার চেষ্টা করছে একই এলাকার আবুল কাশেম ব্যাপারী ও তার ছেলে আশরাফুল। এলাকার প্রধান গণ শালিশ মিমাংসা করে দিলেও জোর করে জমি কেনার জন্য চাপ প্রয়োগ করে ভয় ভীতি প্রদর্শন করে আসছে। এমনকি নিজেদের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ ধরে তাকে ফাঁসানো চেষ্টা করা হয়েছে বলে জানা যায়।এ ঘটনায় সুজানগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সুজানগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাননান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শুক্রবার , ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
সুজানগরে জোরপূর্বক জমি দখলের চেষ্টায় চারা গাছের সাথে শত্রুতা
প্রকাশিত হয়েছে- সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২