বুধবার , ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় সরকারি কর্মচারীসহ তিন হেরোইন সেবী ও বিক্রেতা আটক

প্রকাশিত হয়েছে- সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

পাবনার ভাঙ্গুড়ায় রবিবার (১১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পৌর সদরের বড়াল ব্রীজ স্টেশনের দক্ষিণ পাশ থেকে মাদক সেবনরত অবস্থায় একজন সরকারি কর্মচারী সহ তিনজন হেরোইন সেবী ও বিক্রেতাকে আটক করে পুলিশে দিয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও কর্মীরা। আটককৃত উপজেলা প্রাণি সম্পাদ অফিসের সরকারি কর্মচারী মো: শরিফুল ইসলাম (সাময়িক বহিষ্কৃত) পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার নারিকেল পাড়ার বাসিন্দা পিতা মৃত আ: জব্বারের ছেলে। অপর দুজন জুয়েল রানা ডিপজল পৌর সদরের চৌবাড়িয়া লাইন পাড়ার মৃত বাবলুর ছেলে ও লিটন আলী কুমড়া ডাঙ্গার বাসিন্দা মো: হাশেম আলীর ছেলে।

জানা যায়, বড়াল ব্রীজ স্টেশনের দক্ষিণ পাশে মাদক সেবীরা মাদক সেবন করছে এমন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১১ টার দিকে পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেলের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম বিপ্লব ও কর্মীরা পৌর সদরের বড়াল ব্রীজ স্টেশনের দক্ষিণ পাশ থেকে মাদক সেবনরত অবস্থায় তাদেরকে হাতে নাতে আটক করে ভাঙ্গুড়া থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ভাঙ্গুড়া থানার এসআই আবু তাহের ও এএসআই কামরুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে। এসময় তাদের দেহ তল্লাশী করে মাদক সেবনের বিভিন্ন উপকরণসহ তিন পুড়িয়া হেরোইন উদ্ধার করেন।
আরো জানা যায়, উপজেলা প্রাণি সম্পাদ অফিসের সরকারি কর্মচারী মো: শরিফুলইসলাম উপজেলা প্রাণি সম্পদ অফিসের কোয়ার্টারে বসবাস করেন। এর আগেও একাধিকবার তিনি মাদক সেবনরত অবস্থায় পুলিশের হাতে আটক হয়ে জেলে গিয়েছেন এবং বর্তমানে তিনি চাকুরী থেকে সাময়িক বরখাস্ত রয়েছেন।

পুলিশ জানায়, আটককৃতরা সকলেই চিহ্নিত মাদক সেবনকারী তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তারা জামিনে ছাড়া পেয়ে আবারো মাদক সেবনসহ এলাকায় বিশৃক্সখলা করার চেষ্টায় লিপ্ত ছিল।

ঘটনার সত্যতা স্বীকার করে পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল বলেন, ভাঙ্গুড়ায় মাদক সংশ্লিষ্ঠদের কোন স্থান নেই। মাদকের বিরুদ্ধে তার সরকার এবং তিনি কঠোর অবস্থানে আছেন।

এবিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. ফয়সাল বিন আহসান চলনবিলের আলোকে বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজ্জু করে আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।

 

 

#CBALO / আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।