সিরাজগঞ্জে ছাদ থেকে পড়ে খুশবু মঞ্জুর (১৯) নামের এক কাশ্মীরি মেডিকেল ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খুশবু মঞ্জুর কাশ্মীরের মঞ্জুর আহমেদ তারাইয়ের মেয়ে। তিনি ওই কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। পুলিশ ও মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, মঙ্গলবার মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ভারতের কাশ্মীরি ছাত্রী খুশবু দু’দিনের শিক্ষা সফরে শাহজাদপুর পিপিডি রেস্ট হাউজে আসে। এরপর দুপুরে খাবার শেষে খুশবু ভবনের চার তলার ছাদে উঠেন। এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। পিপিডি গেস্ট হাউজের ম্যানেজার নজরুল ইসলাম জানান নিহত ওই শিক্ষার্থীসহ মেডিকেল কলেজের ৪৩ জন শিক্ষার্থী ও সাত শিক্ষক এখানে এসেছিলেন। এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ ক্ষতিয়ে দেখা হচ্ছে।
সোমবার , ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিক্ষা সফরে গিয়ে মেডিকেল ছাত্রীর মৃত্যু
প্রকাশিত হয়েছে- বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২