শনিবার , ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ঐতিহাসিক সাতখামার ঝলঝলি কবরস্থান হতে ৭টি কঙ্কাল চুরি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের ঐতিহাসিক সাতখামার ঝলঝলি কবরস্থান হতে ৭টি কবর হতে ৭টি লাশের কঙ্কাল চুরি হয়েছে। আরো ৩টি কবরের মাটি সরিয়ে ফেলা হয়েছে কিন্তু কঙ্কাল নিয়ে যায়নি চোরেরা। ঘটনাটি ঘটেছে সোমবার(৫সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে। সোমবার(৫ সেপ্টেম্বর) গভীর রাতে মুসলধারে বৃষ্টি পড়ছিল, সেই সময় বিদ্যুৎ ছিল না। এই সুযোগে চোরেরা সাতখামার মাদরাসা সংলগ্ন ঝলঝলি পুকুর পাড় কবরস্থান হতে ২ হতে ৩ বছরের পুরোনো কবরগুলো হতে কঙ্কাল চুরি করে। কঙ্কাল চুরি করার পর চোরেরা ঝলঝলি পুকুরে গোসল সেরে তাদের পরনের কাপড়গুলো ফেলে পালিয়ে গেছে। গতকাল মঙ্গলবার(৬ সেপ্টেম্বর) সকালে ঝলঝলি কবরস্থানে কুকুরের ডাক শুনে এলাকার লোকজন দেখতে পায় কবরগুলোর মাটি সরিয়ে ফেলা হয়েছে। কবরগুলো থেকে কঙ্কাল চুরি হয়েছে শুনে কবর দেওয়া মৃত ব্যক্তিদের পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী সহ শত শত উৎসুক জনতা কবরস্থানে ভিড় জমায়। যে কবরগুলো হতে কঙ্কাল চুরি হয়েছে সেই কবরগুলোতে মাটি ভরাট করে দেওয়া হয়েছে। কঙ্কাল চুরি যাওয়া মৃত ব্যক্তিদের পরিবারের লোকজন নিজ উদ্যোগে এ কাজগুলো করেছেন। খবর পেয়ে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুুসফিকুর আলম হালিম ও আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউএনও বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দেন। এ ব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ বলেন, সাতখামার ঝলঝলি কবরস্থান হতে কঙ্কাল চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই কবরস্থান হতে ৭টি কবর থেকে ৭টি লাশের কঙ্কাল চুরি হয়েছে, আরো ৩টি কবরের মাটি সরিয়ে রাখলেও চোরেরা লাশের কঙ্কাল নিয়ে যায়নি। এ ঘটনায় একটি জিডি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।