ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে জাকির হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
(৫ সেপ্টেম্বর) সোমবার সারে এগারোটার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউপির বরিল্যা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত জাকির একই গ্রামের মৃত আঃ গণির ছেলে।স্থানীয় ইউপি সদস্য আঃ মজিত জানান, জাকির আমার বড় ভাইয়ের ছেলে, আমার ভাতিজা। সে সকালে নাস্তা খেয়ে বাড়ির পাশেই তাদের ধান জমিতে ঘাস পরিষ্কার করতেছিল। হঠাৎ আকাশে ভারী মেঘ জমে হালকা বৃষ্টি শুরু হয়।সেই সাথে বজ্রপাত আঁচড়ে পড়ে। এতে সে গুরুতর আহত হয়। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, হাসপাতাল কর্তৃপক্ষ ফোন করে আমাকে বিষয়টি অবহিত করেছে। পরিবারের সাথে কথা বলে দেখি।