ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় একই দিনে একই স্থানে বিএনপি ও আ’লীগের পৃথক সমাবেশ ও বিক্ষোভ মিছিলের সময় সংঘর্ষে উভয় পক্ষে কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছে।বিক্ষুদ্ধ কর্মীরা প্রতিপক্ষের ৫টি মোটর সাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।এছাড়া রুহিয়া বিএনপি অফিস ভাংচুর করে আগুনে পুড়িয়ে দিয়েছে।
জানা গেছে, জ্বালানি তেল, পরিবহন ভাড়া বৃদ্ধি, এবং নিত্যপণ্যের দাম বৃদ্ধিসহ ভোলায় পুলিশের গুলিতে দলীয় নেতাকে হত্যার প্রতিবাদ সহ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেল ৩ টায় রুহিয়া বিএনপি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ ডাকে।এই সময়ে বিএনপি এবং সাম্প্রদায়িক অপশক্তির দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুহিয়া থানা মহিলা আওয়ামীলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে রুহিয়া থানা আওয়ামীলীগ অফিসে।
শনিবার বিকেল ৩ টার পূর্ব মুহুর্তে বিএনপির একটি মিছিল ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমমেশ চন্দ্র সেনের বাড়ির সামনে একজন সংবাদকর্মীর উপর হামলা চালায় ও গাড়ি ভাংচুর করে।এ সময় আওয়ামীলীগ ও তাদের কর্মীদের হাতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক আহত হয়।ওই সময় থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সাইদ বাবু সভায় যোগ দিতে গেলে বিএনপির কর্মীরা তাকে রাস্তায় আটক করে বেধরক মারপিট করে।এ সময় বিএনপি ও আওয়ামীলীগের কর্মীদের মাঝে ধাওয়া ও পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় বেশ কিছু নেতা কর্মী আহত হয়।বিকেল ৫ টার দিকে উভয় দল বিক্ষোভ মিছিল বের করে।বিএনপির পরপরই আওয়ামীলীগের বিক্ষোভ মিছিলটি কর্নফুলি এলাকায় পৌছলে বিএনপির কর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করে।এ সময় আবারো ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ ৪ রাউন্ড কাঁদানি গ্যাস নিক্ষেপ করে উভয় দলকে ছত্রভঙ্গ করে দেয়।এ সময় রুহিয়া থানা স্বেচ্ছাসেবলীগ আহবায়ক বাহারুল ইসলাম সোহেল ও ছাত্রলীগ নেতা মাহিন আহত হয়েছে।এছাড়াও উভয় পক্ষের বেশ কিছু নেতাকর্মী আহত হয়।পরে বিএনপির অফিসে ভাংচুর চালিয়ে অগ্নিসংযোগ প্রতিপক্ষের কর্মীরা।বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।এলাকায় সহকারী কমিশনার (ভূমি)র নেতৃত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগর সভাপতি এড.অরুনাংশু দত্ত টিটো অভিযোগ করে বলেন,বিএনপি সমাবেশের নামে এমপির বাড়িতে হামলা চালিয়ে এবং শান্তিপূর্ন সমাবেশে হামলা চালিয়ে বেশ কিছু নেতাকর্মীকে আহত করেছে।
এ রিপোর্ট লেখা অবধি থানায় মামলা হয়নি।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে বলে জানান রুহিয়া থানার ওসি সোহেল রানা।