নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে এক কৃষক ও একটি গরু মারা গেছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার হাটকালুপাড়া মাঠে ঘটনাটি ঘটেছে।
জানা যায়, ওই গ্রামের নাছের উদ্দিনের ছেলে আলাউদ্দিন (৪৫) প্রতিদিনের ন্যায় গতকাল শুক্রবারও ঘাস খাওয়ানোর জন্য তার গরু ছাগল মাছে ছেড়ে দিয়ে আসেন। দুপুরে বৃষ্টি শুরু হলে তিনি গরু ছাগল নেয়ার জন্য মাঠে যান। এ সময় বিকট শব্দে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পবিারের লোকজন তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। এদিকে একই সময় ওই মাঠে ঘনুকালুপাড়া গ্রামের আকবর আলীর প্রায় লাখ টাকার একটি গরু বজ্রপাতে মারা যায়।
আত্রাই থানা ওসি তারেকুর রহমান বলেন, বজ্রপাতে নিহতের ঘটনাটি সঠিক। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সোমবার , ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আত্রাইয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২