শনিবার , ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

অর্ধডজন মামলার আসামী আন্ত:জেলা ডাকাত-চোর দলের সর্দার গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

ঝালকাঠির রাজাপুরসহ দেশের ভিবিন্ন থানায় অর্ধডজন মামলার আসামী ও আন্ত:জেলা ডাকাত-চোর দলের সর্দার মো. নাসির উদ্দিন শুক্কুর জমাদ্দার (৬৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।রাজাপুর থানা পুলিশের একটি দল ডাকাতীর প্রস্তুতীর সন্দেহে বুধবার সন্ধ্যা রাতে উপজেলার লেবুবুনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিরাব (১ সেপ্টেম্বর) সকালে তাকে ঝালকাঠি আদালতে সোপর্দ করলে জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরন করেছে। শুক্কুর জমাদ্দার উপজেলার নৈকাঠি এলাকার মৃত আবদুর রশিদ জমাদ্দারের ছেলে। পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা রাতে উপজেলার লেবুবুনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি নেয়ার সন্দেহে শুক্কুর জমাদ্দারকে পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ঢাকা ডিএমপি’র পল্লবী থানা, বাগেরহাটের রামপাল থানা, পিরোজপুরের কাউখালী ও রাজাপুর থানায় অর্ধডজনের বেশী চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও বোমাবাজি’র মামলা রয়েছে। পুলিশ আরো জানায়, এক মাস পূর্বে পার্শ্ববর্তী পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামে গভীর রাতে এক বাড়ীতে দূর্ধর্ষ চুরির মামলায় পুলিশ গ্রেপ্তার করে। উক্ত মামলায় পিরোজপুর জেলহাজতে থাকার পর সম্প্রতি ডাকাত সর্দার শুক্কুর জমাদ্দার জামিনে বের হয়েই আবারও চুরি-ডাকাতির পাঁয়তার করছিল বলে সংবাদ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে রাজাপুর থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানায়, পুলিশের সতর্কতার কারনে পুনরায় চুরি-ডাকাতির পূর্বেই পুলিশ শুক্কুর জমাদ্দারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। একটি পেন্ডিং মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিরাব তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।