সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার খড়খড়িয়া গ্রামের চত্রা পুকুর কমিটির সদস্যদের টাকা আত্মসাৎ এর লিখিত অভিযোগ উঠেছে স্হানীয় আওয়ামী লীগ নেতা ও কমিটির সভাপতি জয়নাল আবেদীনের বিরুদ্ধে।
তাড়াশের নিমগাছি সমাজ ভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের নীতিমালা অনুযায়ী সুফলভোগীদের তালিকায় নাম থাকার পরও সুফলভোগীর ভাগের টাকা পাচ্ছে না আবুল কাশেম, জসিম, ফজল, সনেজ, জাহিদুল ও তাইবুর সহ অনেকেই।
ভুক্তভোগীরা বলেন, ১৭ সদস্য বিশিষ্ট এই সুফলভোগী কমিটির সভাপতি জয়নাল আবেদীন,সদস্য মহসীন, জাহাঙ্গীর, শহিদুল, সাইফুল এরা সুফলভোগীর টাকা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেন। আমরা ভাগের টাকা চাইতে গেলে কমিটির তালিকা থেকে নাম কেটে দেওয়ার হুমকি প্রদান করেন।
এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মৎস্য অফিসার, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন সুফলভোগীরা।
এ বিষয়ে অভিযুক্ত সভাপতি জয়নাল আবেদীন বলেন, অভিযোগ কারীরা মাছ চাষ না করে সুফলভগীর টাকার ভাগ চায়, একাদিকবার বলা হয়েছে তোমরা মাছ চাষ করে ভাগের টাকা নিয়ে যাও। তারা কমিটির কোন কাজে সহযোগিতা করবে না শুধু ভাগের টাকা নিবে। এই জন্য তাদের কে ভাগের টাকা দেওয়া হয় নাই।
এ বিষয়ে তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। আলোচনার মাধ্যমে বিষয়টি শেষ করা হবে।