তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী, নাটোর-৩ সিংড়া আসনের সাংসদ এড. জুনাইদ আহমেদ পলককে নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ এর কটুক্তির প্রতিবাদেবিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিংড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জয় বাংলার মোড় দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, সহ-সভাপতি জাহেদুল ইসলাম ভোলা, আঃ রাজ্জাক খান, আব্দুল ওয়াদুদ মোল্লা, অধ্যক্ষ আবু বকর সিদ্দিক রকি, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম, মাওলানা রুহুল আমিন, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাসান ইমাম, ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক হারুন বাসার প্রমুখ।