নাটোরের নলডাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৩১ আগস্ট) সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।
উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আশরাফুজ্জামান মিঠু, মাধনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, পিপরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কলিম উদ্দিন, বিপ্রবেঘড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী, নলডাঙ্গা থানার এস আই মোশাররফ হোসেন সহ উপজেলা সকল পর্যায়ের সরকারি বেসরকারি কর্মকর্তাগণ ও সাংবাদিকবৃন্দ।