সিরাজগঞ্জের রায়গঞ্জে ফ্রি ল্যান্সিং ও আউটসোর্সিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ আগস্ট) বেলা ২টায় চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজ হলরুমে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল হোসেন তালুকদার ইমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি রানী দাস, সাবেক ভাইস চেয়ারম্যান ভিপি আমিনুল ইসলাম শিহাব, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক হাসানুজ্জামান সুলতান, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইকবাল হোসেন, সাবেক ছাত্র নেতা শিখন সরকার, চান্দাইকোনা ইউপি সদস্য বাদশা শিরাজী, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোহাম্মাদ মিলন সেখ প্রমুখ। উপজেলা পরিষদের আয়োজনে জাইকা-বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় ইউজিডিপি প্রকল্পের এই প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন, প্রকল্প প্রতিনিধি মোহাম্মাদ আব্দুল্লাহ। ২৫ দিন ব্যাপী এই প্রশিক্ষনে প্রশিক্ষক মোহাম্মদ আব্দুল হামিদ প্রশিক্ষণ প্রদান করবেন।
সোমবার , ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
রায়গঞ্জে ফ্রী ল্যান্সিং ও আউট সোর্সিং প্রশিক্ষণের উদ্বোধন
প্রকাশিত হয়েছে- সোমবার, ২৯ আগস্ট, ২০২২