ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর নামক এলাকায় কুয়াকাটা থেকে ঢাকাগামী যাত্রীবাহি শ্যামলী পরিবহনের একটি বাসের চাঁপায় নারীসহ দুইজন নিহত হয়েছেন।
রবিবার বেলা সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনায় নিহতরা হলেন-ভ্যানযাত্রী ফজলুল হক (৬৩) এবং সুমি আক্তার (৪০)। নিহতদের বাড়ি রহমতপুরের মানিককাঠি গ্রামে। একই দুর্ঘটনায় নিহত সুমি আক্তারের চারবছরের ছেলে তাওহীদ এবং ভ্যানচালক জয়নাল আবেদীন (৫০) গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। পরে পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে প্রায় আধা ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নুশরাত ফাতিমা।
শুক্রবার , ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৭শে রজব, ১৪৪৭ হিজরি
বরিশালে বাস চাঁপায় নারীসহ নিহত-২
প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ আগস্ট, ২০২২