মঙ্গলবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

লিভারপুলের রেকর্ড ৯ গোল

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ আগস্ট, ২০২২

ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম তিন ম্যাচে দুটি ড্র ও একটি হারে নিজেদের যেন খুঁজে ফিরছিল লিভারপুল। অবশেষে তারা জয়ের দেখা পেলো প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করে। শনিবার অ্যানফিল্ডে ৯-০ গোলে তারা উড়িয়ে দিয়েছে বোর্নমাউথকে।

ফুলহ্যাম ও ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ড্রয়ের পর সোমবার ম্যানইউর কাছে হেরেছিল ২-১ গোলে। ১৬তম স্থানে থেকে ম্যাচ শুরু করা লিভারপুল ঘুরে দাঁড়ালো দুর্দান্তভাবে। ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে তারা।

লুইজ দিয়াজ ও হার্ভি এলিয়টের গোলে ৬ মিনিটে ২-০ তে এগিয়ে যায় লিভারপুল। বিরতির আগে এসেছে আরও তিন গোল। ২৮ মিনিটে ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড, ৩১ মিনিটে রবার্তো ফিরমিনো ও ভার্জিল ফন ডাইক ৪৫ মিনিটে জালে বল জড়ান।

ফিরমিনো ও দিয়াজ পরের অর্ধে আরও একটি করে গোল করেন। এর আগে দ্বিতীয়ার্ধের শুরুতেই ক্রিস মেফাম আত্মঘাতী গোল করেন। ফ্যাবিও কারভালহো ৮০ মিনিটে করেন একটি গোল।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।