বুধবার , ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২রা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

পাবনায় সুজন হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ আগস্ট, ২০২২
পাবনা জেলা হেযবুত তওহীদ কার্যালয়ে সন্ত্রাসী হামলায় আহত ১০ জন ও সুজন (৩৩) নামের এক ব্যক্তিকে হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পাবনা জেলা হেযবুত তওহীদ এর নেতৃবৃন্দ। বুধবার (২৪ আগস্ট) বিকেল ৪ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কার্যালয়ে এসংবাদ সম্মেলন করেন তারা। এসময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ বলেন,
পাবনা শহরের চরঘোষপুর ৮ নং ওর্য়াডের ভাটামোড় অবস্থিত হেযবুত তওহীদ এর কার্যালয়ে জেলা সভাপতি সেলিম শেখ প্রায় ১৫/১৬ জন সদস্য নিয়ে সাংগঠনিক বৈঠক করছিলেন। হঠাৎ করে হেযবুত তওহীদ এর কার্যালয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকে পরে একদল হামলাকারী। তিনি বলেন, কোন কথা না বলে তারা বৈঠকে উপস্থিত সবার উপর ঝাঁপিয়ে পড়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে করে ধারালো অস্ত্রের আঘাতে ১০ জন সদস্য মারাত্মকভাবে আহত হন এরমধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় রাতেই তাদের জরুরী চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সুজন (৩৩) নামের একজন মারা যান। গুরুতর আহত আমিনুল ইসলাম (২৭) সেখানে আইসিইউ-তে ভর্তি রয়েছেন। তিনি বলেন, পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন আলামিন শেখ (২৭) ও সেলিম শেখ (৪১) সহ ছয়জন। হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় সভাপতি ডা.মাহবুব আলম মাহফুজ বলেন, সুজনের নৃশংস হত্যাকান্ডে আমরা ক্ষুব্ধ, ব্যথিত ও মর্মাহত। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা। সুজনের হত্যাকারিদের দ্রুত বিচারের আওতায় আনা ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এময় উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় সভাপতি শামসুজ্জামান মিলন, চট্টগ্রাম বিভাগের সভাপতি নিজাম উদ্দিন, পাবনা জেলা সভাপতি সেলিম শেখ, নাটোর জেলা সভাপতি আনিসুর রহমান সাকিবসহ সাংবাদিকবৃন্দ ও হেযবুত তওহীদ এর সদস্যবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।