সোমবার , ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইসি মাহবুব ভালো-মন্দের সমালোচনা করতেন : নতুনধারা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ আগস্ট, ২০২২
সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ও ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী এক শোক বিবৃতিতে বলেছেন, পানিতে থেকে কুমিরের সাথে যুদ্ধ করা তো দূরের কথা বিরোধীতা করলেও অবস্থা খুব খারাপ হতে পারে ভেবে ইসি মাহবুব তালুকদার সরকারের অন্যায়-অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে কথা না বললেও ভালো-মন্দের কঠোর সমালোচনা করেছেন। যা গত ১৩ বছরে প্রধান বা নির্বাচন কমিশনারদের কেউ করেনি। ‘বর্তমান সরকার রাতেই নির্বাচন করে ফেলেছে।’ বলে প্রথম তিনিই প্রতিবাদ জানিয়েছিলেন-সমালোচনা করেছিলেন।

নতুনধারার নেতৃবৃন্দ শোক বিজ্ঞপ্তিতে আরো বলেন, এমন নির্ভীক মানুষের বিদেহ আত্মার শান্তি কামনা করার পাশাপাশি সমসাময়িক সময়ের সকল সচিব-আমলাদের প্রতি আহবান জানাচ্ছি- ‘অন্যায়-অপরাধ-দুর্নীতিমুক্ত দেশ গড়তে ভূমিকা রাখুন। তা না হলে মন্ত্রী-এমপিদের পাশাপাশি সচিব-আমলাদের ্একটি অংশও সাধারণ মানুষের রোষানলে পড়বেন, গণধোলাইর মুখোমুখি হবেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।